ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন পলাশ তালুকদার। তিনি ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বৃহস্পতিবার নতুন কর্মস্থল কোম্পানীগঞ্জে যোগদান করেন তিনি।
বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাতের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পলাশ তালুকদারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলা অ্যাসিল্যান্ড অফিসকে দালাল ও প্রতারণামুক্ত রাখতে কাজ করব। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম অগ্রাধিকার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host