কোম্পানীগঞ্জে ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

কোম্পানীগঞ্জে ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় ইসলামগঞ্জ (বুধবারী) বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুলের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের প্রচার সম্পাদক আইনুল হক স্বাধীন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আব্দুল মন্নান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ শুক্কুর আলী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল ইসলাম, সুলেমান তালুকদার, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উক্ত সম্মেলনে ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটির সভাপতি মোঃ রতন মিয়া, সিনিয়র সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমেদ ও আব্দুল আলী, সদস্য বাদশা মিয়া, মাসুক মিয়া, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি তেরা মিয়া, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি একরাম আলী, উপজেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুয়েল আহমেদ, যুবদল নেতা আলী হোসেন, মাহবুবুল আলম, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর