গোয়াইনঘাটে সমবায় দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

গোয়াইনঘাটে সমবায় দিবসে আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কপিল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারী জিল্লুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন প্রমুখ।

এ সময় সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল আলিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর