ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জাফলংয়ের আব্দুল মালিক লিটনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১ নভেম্বর) দুপুরে লিটনের নিজ বাড়িতে গিয়ে তারা পরিবারের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন এবং তার মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর কৃষকদল, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি ও সাধারণ সম্পাদক, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন কৃষক দল, বদরুজ্জামান বদরুল, স্বেচ্ছাসেবক দল নেতা, জৈন্তাপুর,ইমদাদুর রহমান, ছাত্রদল নেতা, গোয়াইনঘাট উপজেলা, ও কবির আহমেদ, শ্রমিক নেতা, তামাবিল।
নেতৃবৃন্দ লিটনের পরিবারের সঙ্গে বসে মামলার অগ্রগতি ও আইনি সহায়তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, আব্দুল মালিক লিটনের প্রতি অন্যায় হলে তা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাফলংবাসীর বেদনা হয়ে দাঁড়াবে। তাই এই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
লিটনের মা-বাবা উপস্থিত সবার সামনে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার ছেলেকে নির্দোষ প্রমাণিত করে মুক্তি দিন। আমরা আর কাঁদতে চাই না, ন্যায়ের বিচার চাই।
সভায় মোশাররফ হোসেন বলেন,আমরা মানবিক দিক বিবেচনা করে লিটনের পরিবারের পাশে আছি। এই মামলায় যদি কোথাও অন্যায় হয়, তাহলে তা প্রকাশ্যে আনতে হবে। আমরা ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ।
শেষে নেতৃবৃন্দ দেশের জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানান-এই মামলাটি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করুন। দেশের জনগণের প্রতিও আহ্বান, আসুন আমরা সবাই ন্যায়ের পাশে দাঁড়াই, মায়ের চোখের জল মুছে দিই।
লিটনের পরিবার উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের মানুষের কাছে দোয়া চান, যাতে লিটন দ্রুত মুক্তি পান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host