পরীক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তায় কোম্পানীগঞ্জ নার্সেস কমিউনিটির মানবিক টিম

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

পরীক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তায় কোম্পানীগঞ্জ নার্সেস কমিউনিটির মানবিক টিম

নিজস্ব প্রতিবেদক
কোছাপ মেধাবৃত্তি-২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে কোম্পানীগঞ্জ নার্সেস কমিউনিটি গঠন করে একটি ইমার্জেন্সি মেডিকেল টিম। পরীক্ষাকেন্দ্রে আগত শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে টিমটি সার্বক্ষণিকভাবে কাজ করে যায়।

ইমার্জেন্সি মেডিকেল টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কোম্পানীগঞ্জ নার্সেস কমিউনিটির উপদেষ্টা ডা. মোহাম্মদ লোকমান হাকিম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডা. আব্দুল আউয়াল, মো. মাহিন আলম, সাজিয়া সুলতানা স্মৃতি ও তারিন প্রমুখ।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নার্সেস কমিউনিটির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর