ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিন ও রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চারটি ট্রাক্টর জব্দ ও একটি নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন বিশেষ ক্ষমতা আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৃত রাশিদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ(৩০)। যাকে দলইগাঁও মাছ বাজার এলাকা থেকে আটক করা হয়; এবং বনবিভাগের বালু চুরির মামলার এজাহারনামীয় আসামি ও আরও দুটি মামলার পলাতক আসামি মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইকবাল হোসেন (রোপা মিয়া)(৬০)। যাকে ঢালারপাড় এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় যৌথ অভিযানে লিজবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের সময় তিনটি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টরগুলো কোম্পানীগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়।
অন্যদিকে সাদা পাথর বাংকার এলাকায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বালুভর্তি নৌকা ধ্বংস করা হয়।
একই তারিখে রাতের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পলাশ তালুকদার এর নেতৃত্বে পড়ুয়া উজানপাড়া কাঁচা রাস্তায় শাহ আরেফিন টিলা থেকে উত্তোলিত পাথরবোঝাই একটি ট্রাক্টর জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়।
অভিযান শেষে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ রনত শেখ বলেন, “অবৈধ বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পড়ুয়া এলাকার একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে; সেটি পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host