ইছামতী বাজারে সংঘর্ষ : ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত মানিকের মৃত্যু

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

ইছামতী বাজারে সংঘর্ষ : ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত মানিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের চুনাপাথর ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ইছামতী বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ফজলুল করিমের সাথে বাকবিতণ্ডার জেরে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী মানিকসহ অন্তত ১৫ জন আহত হন। এসময় বাজারের প্রায় ১৫-২০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গুরুতর আহত মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ইতোমধ্যে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মানিক মিয়ার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল বলেন, এই অনাকাক্সিক্ষত ঘটনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। আইনি ও সামাজিক প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা উচিত।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার তদন্ত চলছে। সংঘর্ষে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর