ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রথমবারের মতো উদযাপন করেছে তাদের ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫।’
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দিবস বর্ণাঢ্য আয়োজনে, প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাঈম, এবং গীতা পাঠ করেন পঙ্কজ চক্রবর্তী। এরপর জাতীয় সংগীত পরিবেশনা ও কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিপ্রবির উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (খণ্ডকালীন) সদস্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা রানী সাহা ও সাইদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন- “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হাওরাঞ্চলের মানুষকে উচ্চশিক্ষার নতুন দিগন্তে নিয়ে যাবে। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিপ্রবির এই সূচনা ভবিষ্যতের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দৃষ্টান্ত স্থাপন করবে।”
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী,সুবিপ্রবির ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াছ মিয়া, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমদ, প্রকৌশলী রেজিস্ট্রার সাফ উদ্দিন, সোনালী ব্যাংকের ডিজিএস হিমাংশু আচার্য, সুবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহাত আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খলিলুর রহমান সহ অত্র এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ।
শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন রসায়ন বিভাগের সোহানুর রহমান সোহান, গণিত বিভাগের গোলাম মওলা, পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী।
এছাড়া সুবিপ্রবির সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরেন।
দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ। শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্যরা একত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উচ্ছ্বাসপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host