ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘From Empathy to Expansion: Design Thinking Drives Global Business Success’-শীর্ষক কর্পোরেট টক মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং কী-নোট স্পিকার হিসেবে মল্লিক গ্রুপের পাওয়ারপ্যাক ইঞ্জিনিয়ারিং কো. এর চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
সফল ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদেরকে কর্পোরেট কালচার সম্পর্কে জানা এবং সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আজকের এই আলোচনার মাধ্যমে বতর্মান সময়ে কর্পোরেট সেক্টরে সাফল্যের পিছনে তাদের পরিচালনা, লক্ষ্য অর্জন, ঝুকি ব্যবস্থাপনা ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত নিয়মাবলী সম্পর্কে শিক্ষার্থী এবং শিক্ষকগণ জানার সুযোগ হয়েছে যা শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা করবে। তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য কী-নোট স্পিকারকে এবং অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবসায় প্রশাসন বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে গ্লোবাল ব্যবসায় সফলতার পিছনে অন্তর্নিহিত দিক, সম্মিলিত প্রচেষ্টা এবং এর ধারাবাহিকতার বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রশ্নত্তোরের মাধ্যমে নিজের অভিজ্ঞতার আলোকে আলোচনা করেন মল্লিক গ্রুপের পাওয়ারপ্যাক ইঞ্জিনিয়ারিং কো. এর চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে কর্পোরেট টক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী লুবাবা বিনতে ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host