ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আবুল হোসেনকে সভাপতি ও দৈনিক যুগান্তর এবং শুভ প্রতিদিন প্রতিনিধি সোহরাব আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়াও দৈনিক বিজয়ের কণ্ঠ’র প্রতিনিধি মো. মঈন উদ্দিন মিলনকে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ শরীফ আহমেদকে কোষাধ্যক্ষ মনোনীতসহ ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষিত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
২০২৫-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, মোঃ মাসুক রানা (দৈনিক স্বাধীন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ (দৈনিক কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান (দৈনিক ইনকিলাব), পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন (নিউ নেশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ (দৈনিক ভোরের আকাশ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী (দৈনিক জাতীয় অর্থনীতি), নির্বাহী সদস্য এখলাছ আলী (ফটোসাংবাদিক), ইফতেখার মাহমুদ পাভেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. তাজুল ইসলাম (দৈনিক বর্তমান)।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host