হালিমা হত্যায় সম্পৃক্ত জুনেদ র‌্যাবের জালে

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

হালিমা হত্যায় সম্পৃক্ত জুনেদ র‌্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক
সিলেটের হালিমা হত্যা মামলায় একজনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তার নাম মো. জুনদে আহমদ (২৮)। রবিবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জুনেদ সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের মৃত হারিছ আলীর ছেলে।
জানা যায়, নোয়াগাঁওয়ের এক ওমান প্রবাসীর স্ত্রী মোছা. হালিমা বেগমের লাশ গত ৫ নভেম্বর রাত ৯টার পর বাড়ির পাশে পড়ে থাকতে দেখেন তার মেয়ে। তাকে স্বামীর বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসেন তার চাচা বাবুল মিয়া।
এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল যার সামনে ও পেছনে দুটি গিটও দেওয়া হয়েছিল। মেয়ের ধারনা, পারিবারিক বিরোধের জের ধরে তার চাচা আলী হোসেন ও বাবুল মিয়া এবং তার স্ত্রী নাছিমা মিলে হালিমা বেগমকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার পর বাড়ির ছাদ থেকে লাশ নিচে ফেলে দিয়েছেন।
তাদের সঙ্গে শুধু পারিবারিক বিরোধই নয়, হালিমাকে আলী ও বাবুল বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিতেন বলে জানায় র‌্যাব।
এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং ৪/৬/১১/২৫)। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের সাথে গ্রেফতারকৃত জুনেদের সম্পৃক্ততা পায়।
তাকে জালালাবাদ থানায় হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহীদুল ইসলাম সোহাগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর