ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে আব্দুন নুর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় এফআইভিডিবির হলরুমে উক্ত মেধাবৃত্তি অনুষ্ঠানে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সনদ প্রদান করা হয়।
বিদ্যালয়ে সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবির পরিচালনায় ও আব্দুননুর চেয়ারম্যান মেধাবৃত্তি পরীক্ষার নির্বাহী পরিচালক সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।
উক্ত মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্র মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, আল-হেরা একাডেমমীর প্রিন্সিপাল শান্তিগঞ্জ উপজেলা জামায়াতপর সেক্রেটারি দিলওয়ার হোসেন, সিলেট স্কলার্স হোমের একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর ছাত্রী মৌমি আক্তার।
অনুভূতি প্রকাশ করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সেজুতি মজুমদার, আয়শী দাশ পরশী। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন অতিথিবৃন্ধ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host