ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
লুৎফুর রহমান শাওন, ছাতক
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ছাতক শহরের নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ছাতকে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সভায় কলিম উদ্দিন আহমদ মিলন গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠা ও জনগণের ভালোবাসার কারণে আমি ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন পেয়েছি। এটি ছাতক ও দোয়ারাবাজারবাসীর বিশ্বাস ও আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে চাই। এই পথচলায় সমাজের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতাই হবে আমার সবচেয়ে বড় প্রেরণা।
এক প্রশ্নের জবাবে সাবেক এমপি মিলন জানান, দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সঙ্গেও তার কথা হয়েছে। তিনি বলেন, বিএনপির সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ। রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক ও সাংবাদিকদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host