ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে উক্ত বীজ বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, উমায়েদ নূর সহ প্রমূখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় দুই ধাপে উপজেলার ২ হাজার ৮’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি সার ও ৫ কেজি উফশী জাতের ধানের বীজ বিতরণ করা হবে। আজ প্রথম ধাপে ১ হাজার ৪’শ এবং আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে আরো ১ হাজার ৪’শ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host