টাংগুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সভা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

টাংগুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সভা

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে টাংগুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।
তিনি বলেন, টাংগুয়ার হাওর শুধু তাহিরপুর নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। টাংগুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবাইকে আন্তরিক ভালবাসা ও সচেতন হতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন- দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক, টাংগুয়ার হাওর কমিটির সাবেক সভাপতি গোলামনূর, টাংগুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মস্তফা মিয়া, সাধারণ সম্পাদক নূর আলমসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন।

এসময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন হাওরের পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন এবং অবৈধ শিকার, মাছ ধরাসহ সকল পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বক্তারা বলেন, টাংগুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে হাওর পাড়ের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার, মাইকিং ও স্থানীয় পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন প্রয়োজন।

তাঁরা আরও বলেন, হাওরের সংরক্ষিত এলাকায় গরু, মহিষ ও হাঁসের খামার স্থাপন ও চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। এসব কর্মকাণ্ডে যারা জড়িত, কিংবা সহযোগিতা করে, তাদের তালিকা তৈরি করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

টাংগুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির অধীনস্থ ৪১টি উপ-কমিটির প্রায় ২,২৫০ জন সদস্যকে সচেতন করা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া জরুরি।

এছাড়াও সভায় তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনুসহ জনপ্রতিনিধি, পরিবেশ কর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর