ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
ছাতক প্রতিনিধি
কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহ দিতে সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্লত হোসেন, পারভেজ আহমেদ, সোয়েব আহমেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “২০২৫–২৬ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ব্যবহার করে আবাদ বাড়াতে সরকার প্রণোদনা দিচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং বেশি খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশে আমদানি নির্ভরতা হ্রাস পাবে। কৃষি জমি কোনোভাবেই খালি রাখা যাবে না। কৃষকই দেশের চালিকা শক্তি, সরকার সবসময় তাদের পাশে রয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো পাওয়া গেছে। কৃষকরা সন্তুষ্ট। আমন কাটার পর জমিকে পতিত না রেখে রবি মৌসুমে দ্রুত চাষাবাদে নামতে হবে। ধারাবাহিক আবাদ কৃষকের আয় ও উৎপাদন দুটোকেই বাড়াবে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় এবার উপজেলায় বোরো মৌসুমে শতাধিক কৃষককে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host