ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া আদালত-অবমাননা (কনটেম্পট অব কোর্ট) মামলায় ইউএনও, এসিল্যান্ড, ওসি ও সার্কেল এএসপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার বাদী আদালতে অভিযোগ করেন, হাইকোর্টের পূর্বের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যাদুকাটা নদীর পাড় কেটে ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বালু উত্তোলন অব্যাহত রয়েছে এবং এতে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বালু উত্তোলনকারীদের সহযোগিতা করেছেন বলে তিনি দাবি করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ নোটিশ জারি করেন।
শুনানিতে বাদীপক্ষ আরও জানায়, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু সময় ‘অভিযান’ পরিচালনার নাটকীয়তা দেখানোর অভিযোগও আদালতের নজরে আনা হয়েছে।
আদালত শোকজকৃত কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host