ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সংঘর্ষে নিহত ব্যবসায়ী মানিক মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মামলার প্রধান আসামি ইউপি আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এখনও পর্যন্ত পুলিশের নাগালের বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভারতীয় সীমান্তবর্তী ইছামতি বাজারে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে মানিক হত্যার বিচার এবং সকল আসামির দ্রুত গ্রেফতার দাবি উঠে আসে।
বক্তারা জানান, গত ৩০ অক্টোবর রাতে ইছামতি বাজারে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে লুভিয়া গ্রামের বাসিন্দা, কামরুল ইসলামের সঙ্গে বনগাঁও গ্রামের ফজলুল করিমের বাকবিতণ্ডা বাধে। এ ঘটনার জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিলেও তাঁর অনুসারীরা বাদী পক্ষের স্বাক্ষীদের বাড়িতে আগুন দেওয়া, মিথ্যা প্রচারণা ও বিভিন্নভাবে হুমকি-হয়রানি চালাচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, স্থানীয় মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বনগাঁও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক, সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো. ইলিয়াছ আলী, ২নং ওয়ার্ড মেম্বার সফিক আলী, ৩নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়া, বিএনপি নেতা হেলাল মিয়া, সাবেক মেম্বার রজব আলী, লাল মিয়া, নিহত মানিক মিয়ার ছোট ভাই ফজল করিমসহ আরও অনেকে।
বক্তারা কামরুলসহ সকল আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে সংঘর্ষের পর দুই সপ্তাহ পার হলেও লুভিয়া গ্রামসহ আশপাশের এলাকায় পুরোপুরি স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। অনেক বাড়িতে এখনো মানুষহীন অবস্থা আসামিরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে বলে জানা গেছে। উপজেলা জুড়ে প্রধান আসামি কামরুল ও অন্যান্যদের ছবি সংবলিত পোস্টার টাঙ্গিয়ে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হচ্ছে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাহিম জানান, ঘটনার পর এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি কামরুলসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host