জালালাবাদ এলাকা থেকে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

জালালাবাদ এলাকা থেকে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শেখপাড়া রাস্তার মুখে দিরাই ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা বড়িসহ একজন আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জালালাবাদ থানাধীন শেখপাড়া এলাকার এমাজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৩৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ডস্থ শেখপাড়া রাস্তার মুখে দিরাই ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১৩, তারিখ-১৯/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর