এসএমপি কমিশনারের শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

এসএমপি কমিশনারের শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অসুস্থ গোলাম কিবরিয়াকে দেখতে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালে যান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি গোলাম কিবরিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছকালে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মিসবাহ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর পরিচালক আব্দুল কাদের খান, কার্ডিওয়োলজিষ্ট ডা. মাহবুব আলম জীবন, আইসিইউ ও সিসিইউ বিশেষজ্ঞ ডা. মাসউদ গনি, হাসপাতালের ম্যানেজার এডমিন মো. তারিকুল ইসলাম, ম্যানেজার মার্কেটিং মো. ওবায়দুল হক, ডেপুটি ম্যানেজার কাস্টমার কেয়ার মো. নুরুল হক, ডেপুটি ম্যানেজার এডমিন মোবারক হোসেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া, শাহপরান থানার ওসি আখতার হোসেন, কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার শেখ মো. ইয়াসিন, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারি উপ-পুলিশ পরিদর্শক খোকন মনি দেবনাথ, এ এস আই নাজমুল হুদা, বিভাগীয় পুলিশ হাসপাতালের ডা. চন্দ্র শেখ দত্ত প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর