ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা–২০২৫ এ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় ছাতকের নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বারকাহন গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি আপ্তাব মিয়া তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন
রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুকূল কুমার মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সালেহ আহমদ তালুকদার, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সমাজসেবক এনামুল হক তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খা, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম ও বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার।
বক্তারা বিদ্যালয়ের এ অর্জনকে নোয়ারাই ইউনিয়নের গৌরব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host