ছাতকে মদ পাচারের নৌকাসহ যুবক আটক

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

ছাতকে মদ পাচারের নৌকাসহ যুবক আটক

ছাতক প্রতিনিধি
ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ ও এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানা এলাকার শিলাকুড়ি গ্রামের কাটাগাং নদীর দক্ষিণ তীর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ শামিম মিয়া (২২) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নুরপুর প্রকাশ কাদিরপুর (আমিরপুর বাজার সংলগ্ন) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

তল্লাশি করে নৌ-পুলিশ নৌকা থেকে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৪৮ বোতল এসি ব্ল্যাক, ৩৯ বোতল ম্যাকডোনাল, ৪১ বোতল অফিসার্স চয়েজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নদীপথ ব্যবহার করে মদ পাচারকারী একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামি ও উদ্ধার করা মালামাল হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নৌ-পুলিশ আরও জানায়, নদীপথে মদ পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর