ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সিলুয়া বিলের নালার বাঁধ কেটে পানি ছেড়ে দেয়ায় ফসলি জমি অনাবাদী থাকার আশঙ্কায় হাজারো কৃষক। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১১টায় এই বাঁধ কেটেছে ইজারাদারের লোকজন।
শুক্রবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, সিলুয়া বিলের পানি নিষ্কাশনের নালা কেটে এই পানি ছেড়ে দেয়া হয়েছে।
এ সময় স্থানীয়রা জানান, এই সিলুয়া বিলে হাজারো কৃষকের ফসলি জমি রয়েছে। প্রতি বছর এভাবে ইজারাদারের লোকজন নালা কেটে পানি ছেড়ে দেয়। প্রতিবার রাতের বেলায় এইভাবে পানি ছেড়ে দিয়ে কৃষকদের বিপাকে ফেলে দেয়। এতে হাজারো একর ফসলি জমি অনাবাদী থাকে।
শুক্রবার সকালে সিলুয়া বিলের এই নালায় অনেক কৃষকেরা উপস্থিত হয়ে অভিযোগ করেছেন, নালা কেটে পানি ছেড়ে দেয়ার খবর পেয়ে সুরমা ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ মিয়ার নেতৃত্বে সৈয়দপুর এলাকার কৃষকেরা দৌঁড়ে এসে কাটা বাঁধে মাটি ফেলে পুনরায় বাঁধ নির্মাণ করেন।
এ সময় স্থানীয় কৃষকরা আরও জানান, পূর্ব ইব্রাহীমপুর সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদী এই সিলুয়া বিল ইজারা আনেন স্থানীয় কয়েক ব্যক্তি। এবার তাদের মেয়াদ শেষ হবে। কিন্তু এমন ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণপূর্বক শাস্তির দাবি জানাই।
সকালে সিলুয়া বিলের নালা কেটে পানি ছেড়ে দেয়ার স্থানে উপস্থিত ছিলেন কৃষক মানিক মিয়া, কৃষক হযরত আলী, কৃষচ জহুর মিয়া, কৃষক ইব্রাহীম মিয়া, কৃষক জাহাঙ্গীর আলম, কৃষক মরম আলী, কৃষক দানু মিয়া, কৃষক তাজুল ইসলাম, কৃষক আব্দুল আলীম, কৃষক আব্দুল মান্নান, কৃষক আব্দুর রহমান, কৃষক জালাল মিয়া প্রমূখ।
সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ মিয়া বলেন, পূর্বইব্রাহীমপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদে এই সিলুয়া বিল ইজারা আনা হয়েছে। এবার তাদের শেষ বছর। ইজারাদার আগাম মাছ শিকারের উদ্দেশ্েয নালা কেটে পানি ছেড়ে দেয়। এতে কৃষকেরা জমি করতে পানি সংকটে বিপাকে পড়েন। বিগত সময়ে এমন ঘটনায় অনেক জমি অনাবাদী ছিল। আমরা এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host