ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
৭ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর মিয়া রুদ্র (১৯) নামের এক যুবক কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ওই শিশুটির মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলেও ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) বিকালে। সাগর জগন্নাথপুর থানার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের হাকিম আলীর ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে ওই শিশুটি তার এক সহপাঠির বাড়িতে যায়। রাত হয়ে যাওয়ায় সাগর মিয়া তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। পথে সে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাগরকে আটক করে এবং ৯৯৯ এ কল দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সাগরকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন জগন্নাথপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা। তিনি বলেন, সাগরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host