ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মমালার যুক্তি-তর্ক পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) এই মামলার যুক্তি-তর্কের তারিখ নির্ধারিত ছিল।
জানা গেছে, মামলার ৬ আসামির মধ্যে ৫ জনই অনুপস্থিত থাকার কারণে যুক্তি-তর্ক হয়নি।
আদালত বুধবার (২৬ নভেম্বর) নতুন তারিখ নির্ধারণ করেছেন। এদিন উপস্থিত ছিলেন কারাগারে থাকা একমাত্র আসামি এ এস আই আশেক এলাহী।
এসব তথ্য জানিয়েছেন এ মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী। তিনি আরও জানান, বুধবারই মামলার রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
জানা যায়, সারাদেশে তোলপাড় সৃষ্টি করা এই হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন। পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি আর আদালতে হাজির হননি।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে তুলে নিয়ে নির্যাতনের পর পরদিন সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি জানাজানি হলে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host