ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি কলেজগুলোকে মানোন্নয়ন, তদারকি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুনভাবে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি।
প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থীসংখ্যা, অনার্স বিষয়ে ভর্তির সুযোগ এবং কলেজের সামগ্রিক শিক্ষাগত সক্ষমতার ভিত্তিতে সরকারি কলেজগুলোকে এ, বি, সি ও ডি-এই চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
সারা দেশে ৮১টি কলেজ রয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে সিলেটের একমাত্র কলেজ এমসি। এই শ্রেণিতে স্থান পাওয়া কলেজগুলোতে শিক্ষার্থীসংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় অন্তত ১০টির বেশি থাকতে হবে। এ মানদণ্ডে দেশের ৮১টি কলেজকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। সিলেট বিভাগের চারটি কলেজ এ ক্যাটাগরিতে থাকলেও সিলেট জেলায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ।
শিক্ষার্থীসংখ্যা সাড়ে ৪ হাজার থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি থাকা কলেজগুলোকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই তালিকায় সিলেট মহানগর ও জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজ স্থান পেয়েছে-এর মধ্যে আছে সিলেট সরকারি মহিলা কলেজ, বিয়ানীবাজার সরকারি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ এবং মদন মোহন কলেজসহ আরও কয়েকটি।
সর্বোচ্চ সংখ্যক ৪৪৬টি কলেজ রয়েছে ‘সি’ ক্যাটাগরিতে’ যেখানে শিক্ষার্থীসংখ্যা সর্বোচ্চ সাড়ে ৪ হাজার এবং অনার্স বিষয় মাত্র ১ থেকে সর্বোচ্চ ৪টি। দেশে এই বিভাগের কলেজই সংখ্যায় বেশি।
এ ছাড়া কেবল উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানকারী ১০৭টি সরকারি কলেজকে রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে। সিলেট অঞ্চলের কয়েকটি প্রতিষ্ঠানও এই তালিকায় রয়েছে-যেমন শাহ পরান সরকারি কলেজ, জকিগঞ্জ সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজসহ আরও বেশ কয়েকটি।
নতুন এই শ্রেণিবিন্যাসের মাধ্যমে দেশের সরকারি কলেজগুলোর সক্ষমতা মূল্যায়ন সহজ হবে এবং ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এটিকে একটি রেফারেন্স হিসেবে বিবেচনা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host