ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে একটি আইপিএস প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আইপিএসটি তুলে দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডভোকেট দেলোয়ার হোসেন দিলু।
আইপিএসটি প্রদান করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসী বেশ কয়েকজন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী। তাদের মধ্যে রয়েছেনÑ
গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড ইউকের প্রেসিডেন্ট এমদাদ হোসেন টিপু, বিশিষ্ট সাংবাদিক, কবি ও গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি ব্যক্তিত্ব মারুফ রশীদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, কমিউনিটি ব্যক্তিত্ব মকসুদ হোসেন তারেক, ব্যবসায়ী লিয়াকত আলী মিলু, ব্যবসায়ী ফরহাদ আহমদ, ব্যবসায়ী সাইদুর রহমান চৌধুরী বুরহান, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সেক্রেটারি মাসুদ আহমদ জোয়ার্দার এবং কমিউনিটি ব্যক্তিত্ব সম্রাট খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ, ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট কবির আহমদ বাবর এবং সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন।
এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট কবির আহমদ বাবরসহ উপস্থিত শিক্ষকরা প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অনুদান বিদ্যালয়ের পাঠদান পরিবেশ উন্নয়নে সহায়তা করবে। ভবিষ্যতেও বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা মানোন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host