ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চাষের জমিতে বিদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সুব্রত রায় (২৪)। তিনি বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে।
নিহতের ভাই সুমন রায় বলেন, বুধবার ভোরে সুব্রত রায় তার গ্রামের পাশের হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন।
ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
সুব্রত রায়ের চিৎকারে আশেপাশের লোকজন এবং অন্যান্য কৃষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রুগির মৃত্যু হয় বলে জানান তিনি।
একমাত্র ছেলেকে হারিয়ে সুব্রত রায়ের পরিবারে ও বাহাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host