লাইসেন্স বহালের দাবিতে খুচরা সার ডিলাররা ক্ষুব্ধ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

লাইসেন্স বহালের দাবিতে খুচরা সার ডিলাররা ক্ষুব্ধ

ছাতক প্রতিনিধি
সার ডিলার নিয়োগে পুনর্বিবেচনা এবং খুচরা ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ছাতক উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে খুচরা বিক্রেতারা বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী বৈধ লাইসেন্স নিয়ে সার বিক্রি করলেও সম্প্রতি ঘোষিত ২০২৫ সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়া হয়েছে, যা তাদের জীবিকা ও কৃষি ব্যবস্থার জন্য চরম হুমকিস্বরূপ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মো. লিল মিয়া আকাশ, সাধারণ সম্পাদক সালেক মিয়া, সহ–সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, অর্থ সম্পাদক সামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোজাম্মিল হোসেন, বেলু দাশ, জয়নাল আবেদীন, আবুল কাসেম, রানা মিয়া, সিরাজুল রহমান, বিলাল মিয়া, আব্দুল হামিদ, জহিরুল ইসলাম, চেরাগ আলী, লোকমান হোসেন, কলিম উদ্দিন, সুন্দর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খুচরা সার বিতরণ বন্ধ হলে সারাদেশে প্রায় ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন শেষে খুচরা ডিলার বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতারা দীর্ঘদিন স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কৃষকদের কাছে সার পৌঁছে দিয়ে আসছেন। নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অযৌক্তিক, অন্যায় এবং সার ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা তৈরি করবে।
তারা নীতিমালাটি পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহালের জোর দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর