ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান-চলতি নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে ২১টি নৌকা জব্দ করা হয় বালাকান্দা ও সৈয়দপুর এলাকায় কিন্তু রহস্যজনক কারণে উধাও হয়ে যায় ৬ টি নৌকা।
চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাড় কাটা বন্ধে এই অভিযান করা হয়। অভিযানকালে সৈয়দপুর ও বালাকান্দা এলাকায় চলতি নদী থেকে ২১টি বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। এ সময় সঙ্গে ছিলেন সদর থানার এস আই ফয়সল আহমদ, ২৮ বিজিবি সদস্যরা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল
জানান, রবিবার ভোররাতে ধোপাজান চলতি নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ১৫টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host