ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে একটি বিদেশী পাইপগান উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, মঙ্গলবার (২নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভাদুগর শান্তিনগরের একটি কাশবন থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।
পরে সেটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি জিডি দায়ের করে হস্তান্তর করা হয় বলে জানান র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর র্যাব-৯ ২৬টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউণ্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটোর, ১টি সাউণ্ড গ্রেনেড, বিপুল পরিমাণ এয়ার গানের গুলি ও ৮টি বিদেশী এয়ার গান উদ্ধার করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host