বিজয় দিবস উপলক্ষে নকশী বাংলা ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

বিজয় দিবস উপলক্ষে নকশী বাংলা ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর আয়োজনে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আম্বরখানাস্থ গ্রীণসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের হল রুমে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও প্রচার-দপ্তর সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমানের পরিচালনায় বিজয় দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা উসমান গণি, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, একরাম হোসেন তালুকদার, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং স্বপ্নের বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলান ফয়ছল আহমদ হেলালী। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর