ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভিাটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি শনিবার জগন্নাথপুর পৌর ভবনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এসময় মন্ত্রী নিজ হাতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মধু সুধন ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট রোকন উদ্দিন মোল্লা, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া।
এছাড়া স্বাস্থ্য সহকারি আশিষ চন্দ্র দেব, প্রশান্ত চক্রবর্তী, স্বাস্থ্যকর্মী রুমী রায়, গীতা রাণী দাস, মায়া গোপ, রিপন আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host