ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতক উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
তিনি সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ৪নং প্রকল্পের কাজ পরিদর্শন করেন। ছাতক উপজেলাধীন ডেকার হাওরের মাছুখাল উপ-প্রকল্পের ০কিলোমিটার হতে ০.৪৩০ কিলোমিটার মুখ বন্ধকরণসহ ডুবন্ত ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজের জন্য ২৪ লক্ষ বাষট্টি হাজার নয়শত একান্ন টাকা বরাদ্দ করা হয়েছে।
পরিদর্শনকালে বাঁধের প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়ন করার জন্য প্রকল্প কমিটির সভাপতি আল মামুন শাহীনকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ সফিউল আলম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, সহকারী কমিশনার (ভ‚মি) সোনিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host