ঢাকা ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হবার ঘটনা ঘটেছে। ফলে জনমনে বিরাজ করছে আতঙ্ক। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-মাদ্রাসায় পাঠাচ্ছেন না ভয়ে। এমন অবস্থায় জনসচেতনতা বাড়াতে শাহপরাণ থানাধীন এলাকায় বিশেষ প্রচারণা চালাচ্ছে শাহপরাণ (র.) মডেল থানা পুলিশ।
শাহপরাণ (র.) মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ূম চৌধুরীর নির্দেশে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তির অংশ হিসেবে থানাধীন এলাকায় মাইকিং করা হচ্ছে।
এ ব্যপারে শাহপরাণ (র.) মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, ছেলেধরার বিষয়টি সম্পূর্ণ গুজব, এর কোনো সত্যতা নেই। থানা এলাকাধীন কোনো জায়গায় এ ধরণের কোনো ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য আহবান করেন তিনি। অপপ্রচার ও গুজব সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। প্রয়োজনে এই ০১৭১৩৩৭৪৩১০ ও ০১৭৬৯০৫৮০১৮ নম্বরে যোগাযোগ করার জন্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host