ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ
মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ঘোপাল এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে উত্তম কুমার দাস নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জের দিরাই উপজেলার গুপালপুরের বাসিন্দা।
রোববার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host