ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও তাদের সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার গণভবনে জাতীয় পার্টির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংলাপ শুরু হয়। এতে আওয়ামী লীগের পে দলীয় সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও শীর্ষ নেতারা উপস্থিত আছেন।
আর জাতীয় পার্টির পে এইচএম এরশাদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার ছাড়াও তাদের শরিক সম্মিলিত জাতীয় ঐকজোট মিলে মোট ৩৪ সদস্য উপস্থিত আছেন।
বক্তব্যের শুরুতে সংলাপে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।
অর্থবহ নির্বাচনের মাধ্যমে উন্নয়ন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু সামনে নির্বাচন, নির্বাচন সামনে রেখে সব দলের সঙ্গে মতবিনিময় করছি। আমরা চাই, একটা অর্থবহ নির্বাচনের মধ্যদিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ, বাংলাদেশে আজকে এগিয়ে যাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত থেকে তিনি দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছেন, সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সম হয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। আমরা একসঙ্গে এদেশকে এগিয়ে নিয়ে গেছি। যে সহযোগিতা পেয়েছি, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকারটা তারা প্রয়োগ করবে। আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা। আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি।’
তিনি বলেন, ‘উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে, সেটা আমাদের ল্য এবং এটা আমাদের রাখতেই হবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host