সুস্থ সংস্কৃতি চর্চায় আইডিয়াল মাদ্রাসার ভূমিকা অপরিসীম : প্রফেসর আব্দুল আহাদ

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

সুস্থ সংস্কৃতি চর্চায় আইডিয়াল মাদ্রাসার ভূমিকা অপরিসীম : প্রফেসর আব্দুল আহাদ

সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আব্দুল আহাদ সিলেট আইডিয়াল মাদরাসার ভূয়সী প্রশংসা করে বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চায় সিলেট আইডিয়াল মাদরাসার ভূমিকা অপরিসীম। অপসংস্কৃতির আগ্রাসন মোকাবেলায় সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট আইডিয়াল মাদ্রাসার সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান এর সভাপতিত্বে ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও: মো: আব্দুল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি বলেন, তথ্য প্রবাহ ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণের পাশাপাশি চরিত্র বিধ্বংশি নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদেরকে আদর্শ ও চরিত্রবান রূপে গড়ে তুলতে না পারলে সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব নয়। ইন্টারনেট ফেইসবুক যেন শিক্ষার্থীদের জন্য অভিশাপ হয়ে না দাড়ায় সেদিকে অভিভাবক মহলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম সিলেটের ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক কবির আহমদ, সিলেট আইডিয়াল মাদ্রাসার গভর্ণিং বডির অন্যতম সদস্য জুবায়ের রকিব চৌধুরী, দি সিলেট ফাউন্ডেশনের সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতি কমিটির আহবায়ক প্রভাষক আহমদ হোসাইন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাও: আব্দুল খালিক, মাও: সাদিকুর রহমান, মাও: মাহবুবুর রহমান সিদ্দিকী, হুমায়ুন কবির ভুঁইয়া, প্রভাষক মাজহারুল হক, প্রভাষক ফারুক মিয়া, আব্দুর রহমান তানু, আহমদ মাসুদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করে জাওহার লোকমান মুসান্না, সংগীত পরিবেশন করে আয়ুব উদ্দিন, দলিয় সংগীত পরিবেশন করে খুদে শিশু শিল্পী জুবায়দা বিনতে মুনিম, সায়মা আক্তার, মাইশা, হাফসা।
সবুজবাগ ক্যাম্পাসে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুস শাকুর বলেন তরুণ ছাত্র সমাজকে দৈনন্দিন জীবনে ইসলাম চর্চা করতে হবে। তিনি সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রশংসা করে বলেন ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত মাদ্রাসাটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবুজবাগ ক্যাম্পাস এর ইনচার্জ নাজিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব জুবায়ের রকিব চৌধুরী, জনাব জাহেদুর রহমান চৌধুরী, প্রভাষক আহমদ হোসাইন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ ফখরুল ইসলাম, আমির হুসেন, হাফিজ উবায়দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে রাফি বিন মুনিম ইসলামী সংগীত পরিবেশন করে আব্দুল্লাহ মো: নাফি। উভয় ক্যাম্পাসে দিন ব্যাপি এ পুরস্কর প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের পদভারে মুখরিত ছিল। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দ আর উচ্ছাসে মুখরিত হয়ে উঠে সিলেট আইডিয়াল মাদরাসার ক্যাম্পাস। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর