ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাখিয়ালা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন- বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামের প্রয়াত আব্দুল মালিকের ছেলে মো. লাভলু মিয়া (২৭), সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও পৌরসভার বালিচর গ্রামের শামছুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিন যুবক পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের মধ্যে দুজনের নামে এর আগে মামলাও ছিল। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিয়ালা এলাকার একটি কলোনির সামন থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক (এসআই) এ রকিব মোহাম্মদ, মিন্টু চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার (৩০ সেপ্টেম্বর) বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host