ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : ফিলিস্তিনের ফাতাহ পার্টির নির্বাসিত সাবেক নেতা মোহাম্মাদ দাহলানকে ধরিয়ে দেয়ার জন্য ৭ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে তুরস্ক। বর্তমানে সংযুক্ত আবর আমিরাতে নির্বাসিত জীবন যাপন করছেন দাহলান।
.
তার বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। যদিও জনগনের প্রতিরোধে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়।
.
এ ছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায়ও দাহলান ভূমিকা পালন করেছিলেন বলে আঙ্কারা অভিযোগ করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু গত শুক্রবার হুররিয়াত ডেইলিকে সংবাদপত্রকে বলেছেন, দাহলানকে তুরস্কের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় স্থান দেয়া হয়েছে। আঙ্কারা বলছে, তুরস্কের ওই অভ্যুত্থান ষড়যন্ত্রের মূল হোতা ফেতুল্লাহ গুলেনের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে দাহলানের।
.
৫৮ বছর বয়সী মোহাম্মাদ দাহলান একসময় ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাওয়ায় তিনি ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করছেন।
আরব আমিরাত ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসকে সরিয়ে মোহাম্মাদ দাহলানকে বসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host