লিবিয়া উপকূলে নৌকাডুবে চারজন বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

লিবিয়া উপকূলে নৌকাডুবে চারজন বাংলাদেশীর মৃত্যু

বিজয়ের কণ্ঠ ডেস্ক
লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে দুজন মিশরীয় ও কয়েকজন সুদানী নাগরিক ছিলেন। ওই নৌকায় আট শিশুও ছিল। তাদের খবর এখনো অজানা।
এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানিয়েছে, কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ও মরদেহগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর