ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: সিলেট নগরীর টুলটিকর চামেলীবাগ এলাকা থেকে শিশু নির্যাতনকারী এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শিশু নির্যাতনকারী হাফিজ মোঃ মাসুদ আহমদ ইমন (৩০) নগরীর রায়নগরস্থ সাইখুল ইসলাম ইন্টারন্যাশনাল আবাসিক জামেয়া মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানিয়েছে, মাদ্রাসার ১৩ বছরের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতন করেন ওই শিক্ষক। পরে নির্যাতিত শিশুর অভিভাবক বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাফিজ মোঃ মাসুদ আহমদ ইমনকে গ্রেফতার করা হয়। সে সিলেট নগরীর চামেলীবাগ আ/এ টুলটিকর-এর বাসিন্দা আব্দুল কাদিরের পুত্র।
তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় শিশু আইন-২০১৩ তে মামলা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host