ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে জাপান। মিয়ানমারে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইচিরো মারাইয়ামা বলেছেন, জাপান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মিয়ানমারের রাখাইনে কোনো গণহত্যা সংঘঠিত হয়নি। আর রাষ্ট্রীয়ভাবে বা অনুমোদনেও এমন কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কোনো অস্থায়ী আদেশ বা ব্যবস্থা নেয়া হবে না বলেও আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত।
মিয়ানমারের সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার জাপানের রাষ্ট্রদূত ইয়াংঙ্গুনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
এদিকে, জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনার জন্য যে বাজেট অনুমোদন করেছে তাতে প্রথমবারের মতো মিয়ানমার ও সিরিয়ার যুদ্ধাপরাধ তদন্তে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বিশেষজ্ঞ মহল এটিকে ইতিবাচক ঘটনা হিসেবে দেখলেও জাপানই প্রথম দেশ যারা আইসিজের মামলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host