ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
হেফাজতের পক্ষ নেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। দুই সপ্তাহ আগে তাকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছিল।
সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
তাতে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
গত ৪ এপ্রিল সোনারগাঁও থানার ওসি রফিকুলকে বদলি করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।
এর আগে গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ হওয়ার সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম।
হেফাজতের যুগ্ম-মহাসচিব দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধের ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীরা জড়ো হয়ে রিসোর্টটিতে হামলা-ভাঙচুর করে। মামুনুল হককে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কিছু গাড়ি ভাঙচুর করেন।
একই সময়ে ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনের স্থানীয় কার্যালয়েও হামলা হয়। হামলা হয় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িঘরে। ওই ঘটনায় পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এরপর ওসিকে পুলিশ লাইন্সে ক্লোজড এবং চাকরি থেকে অবসরে পাঠানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host