ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। আগামী ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার দুপুরে নিজ দফতরে তিনি বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরে আবারও পর্যালোচনা করা হবে।’
তিনি বলেন, ‘প্রায় ৬ হাজার দুইশ’র মতো বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রায় ২০ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অপরদিকে যুক্তরাজ্যে পাঁচ হাজারের বেশি ব্যক্তি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।’ পৃথিবীর ৭০টিরও বেশি দেশে এই ভ্যারিষেন্ট ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host