ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
শর্ত সাপেক্ষে দেশীয় গ্লোব বায়োটেকের করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। বুধবার দুপুরে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া বঙ্গভ্যাক্স টিকার নিরাপত্তাসহ বেশকিছু বিষয়ে জানতে চেয়েছে বিএমআরসি।
জানা যায়, বিএমআরসি সবুজ সংকেত পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর টিকার পরীক্ষা করা হবে। এ জন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
এর আগে রুহুল আমিন জানান, বঙ্গভ্যাক্সের টিকা নিয়ে বিএমআরসিতে আজ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখানে তাদের (গ্লোব বায়োটেকের) জমা দেওয়া কগজপত্রগুলো পর্যালোচনা করে দেখা হবে। সবকিছু ঠিক থাকলে এ বিষয়ে হয়তো সিদ্ধান্ত হতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host