সুনামগঞ্জের রতনসহ তিন সাংসদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

সুনামগঞ্জের রতনসহ তিন সাংসদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বিজয়ের কণ্ঠ ডেস্ক
দুর্নীতিসহ নানা অভিযোগে অনুসন্ধান চলার কারণে এই সময়ে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, হুইপ সামশুল হক ও আরও দুজন সাংসদসহ মোট ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ সম্প্রতি এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। যে ৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন হুইপ সামশুল হক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

 

মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, হুইপ সামশুল হকসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

 

তিনি আরও বলেন, হুইপ সামশুল হকসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারসহ নানা অভিযোগের অনুসন্ধান চলছে। এ সময়ে তাঁরা যাতে বিদেশে পালিয়ে না যেতে পারেন, সে জন্য এই আবেদন করা হয়। আদালত ৮ জুন বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর