ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪৪ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা, ২৪ ঘণ্টায় মৃত ২২৬ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৮৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে ৭৪ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে আরও ১০ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৮ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৫১।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host