ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার চলতি বছরের একদিনে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলছে, নতুন ২৬৪ রোগীর মধ্যে মাত্র ১৬ জন ঢাকার বাইরের এবং বাকিরা সকলেই ঢাকার।
এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ৪৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১১৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৪৪৬ জনের মধ্যে চলতি মাসের তিন দিনেই সারা দেশে মোট ৭৮৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
বর্তমানে এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host