ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১
ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাতক প্রেসক্লাবের সদস্য সদরুল আমীন(২৬) ও মাহবুব আলম(২০) আহত হয়েছেন। সদরুল আমীন আজকের পত্রিকা ও মাহবুব আলম কালেরকন্ঠ’র ছাতক উপজেলা প্রতিনিধি।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে মোটরসাইকেল যোগে সুনামগঞ্জে যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ এলাকায় একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় সদরুল আমীনের বাম হাতের হাড় ভেঙে গিয়ে মারাত্মকভাবে আহত হন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা নিজেদের বাড়িতে বিশ্রামে আছেন।
তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে ও আহতদের দেখতে গিয়েছেল মোহনা টেলিভিশনের ছাতক প্রতিনিধি ছাতক প্রেসক্লাব সদস্য মাহমুদ আলম ও দৈনিক বিজয়ের কণ্ঠের ছাতক প্রতিনিধি সাংবাদিক লুৎফুর রহমান শাওন।
আহতদের সুস্থতা কামনা করেছেন ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, মাহমুদ আলম, আরিফুর রহমান মানিক, হেলাল আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুর উদ্দিন, শাহ মোহাম্মদ আলী মুজিবসহ নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host